শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর
এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
শুরু হলো বাঙালির গৌরব আর অহংকারের বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের এই মাসেই বাঙালি পায় তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়।
বিজয়ের মাসের প্রথম প্রহরে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। পরে মোমবাতি প্রজ্বালন করেন নেতাকর্মীরা। এরপর বিজয় মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান নেতাকর্মীরা। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বিজয়ের ক্ষণ স্মরণে মোমবাতি প্রজ্বালন করা হয়।
এ সময় নেতাকর্মীরা জাতির পিতার দেখানো পথে দেশ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।