শুভ জন্মদিন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা


মাশরাফী বিন মোর্ত্তজা[২] (জন্ম ৫ অক্টোবর ১৯৮৩; মাশরাফি বিন মর্তুজা নামেও পরিচিত) হলেন একজন বাংলাদেশী ক্রিকেটার ও রাজনীতিবিদ, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট, ওয়ানডেতে ও টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন এবং বর্তমানে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
ইএসপিএন কর্তৃক পরিচালিত “ওয়ার্ল্ড ফেইম ১০০” এ বিশ্বের সেরা ১০০ জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম।
[৩][৪] অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি ৫ম বোলার খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি ম্যাচ সংখ্যা ৩৬ ২০৯ ৫৪ ৫৭ রানের সংখ্যা ৭৯৭ ১,৭৫২ ৩৭৭ ১,৪৫৮ ব্যাটিং গড় ১২.৮৫ ১৪.০১ ১৩.৪৬ ১৫.৬৭ ১০০/৫০ ০/৩ ০/১ ০/০ ১/৬ সর্বোচ্চ রান ৭৯ ৫১* ৪৪ ১৩২* বল করেছে ৫,৯৯০ ১০,৪৫৮ ১,১৩৯ ৮,৯৭০ উইকেট ৭৮ ২৬৫ ৪২ ১৩৫ বোলিং গড় ৪১.৫৩ ৩১.৬৯ ৩৬.৩৫ ৩৫.০৫ ইনিংসে ৫ উইকেট ০ ১ ০ ০ ম্যাচে ১০ উইকেট ০ n/a n/a ০ সেরা বোলিং ৪/৬০ ৬/২৬ ৪/১৯ ৪/২৭ ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ৫৮/– ১০/– ২৪/–