ফকিরহাটে বিদুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু


ফকিরহাটে বুধবার সন্ধ্যায় বিদুৎ স্পৃষ্টে নলধা মৌভোগ ইউনিয়নের কাথলী এলাকার অনাধী বৈরাগির কন্যা প্রত্যাশা বৈরাগি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় ২ জুন বুধবার সন্ধ্যায় শিশুটির মা রান্না ঘরে রাতের খাবার তৈরীতে ব্যস্ত ছিলো। হঠাৎ করে চোখের পলকে ঘরের অন্য রুমে ফ্যানের সুইচ বন্ধ করতে যেয়ে বিদুৎ স্পৃষ্ট হয়।
এসময় দ্রত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চল ছিলো।