শিক্ষার্থীদের পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বশেমুরবিপ্রবি

গোপালগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) আটকে পড়া শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে রোববার (১৮ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ বাস সার্ভিস চালু করেছে । লকডাউনে আটকে পড়া গোপালগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের নিজ নিজ জেলায় পৌঁছে দিতে বিশেষ বাস সার্ভিস চালু করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রবিবার ক্যাম্পাস থেকে পাঁচটি রুটে শিক্ষার্থীদের নিয়ে বাস ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গোপালগঞ্জ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ১৮ জুলাই সকাল সাতটায় ৪ টি রুটে এবং রাত আটটায় ১টি রুটে ( রুট-১ : গোপালগঞ্জ ভাটিয়াপাড়া মাছকান্দি- মাগুরা ঝিনাইদহ কুষ্টিয়া- নাটোর- বগুড়া- রংপুর। রুট-২: গোপালগঞ্জ ভাঙ্গা- ফরিদপুর রাজবাড়ী- কুষ্টিয়া দাশুড়িয়া লালপুর বাঘা, রাজশাহী রুট -৩ : গোপালগঞ্জ মাওয়া ঢাকা গাজীপুর- ময়মনসিংহ-টাঙ্গাইল- মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ। রুট-৪: গোপালগঞ্জ টেকেরহাট মোপ্তফাপুর গৌরনদী বরিশাল পটুয়াখালী।

ফিরতি পথ পটুয়াখালী- বরিশাল- গৌৱনদী কোটালীপাড়া- গোপালগঞ্জ। রুট -৫: গোপালগঞ্জ খুলনা যশোর নাভারণ- সাতক্ষীরা বাস ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের মাধ্যমে শিক্ষার্থীদের কে এই সার্ভিস প্রদান করা হবে। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গত ১৩ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড় ১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। এই নমুনা পরীক্ষায় যাদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে শুধুমাত্র তারাই এই পরিবহন সুবিধা পাবে। বাসে উঠার পূর্বে অবশ্যই সকল শিক্ষার্থীকে তাদের করনা টেস্টের রিপোর্ট সঙ্গে রাখার জন্য বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিশেষ বাস সার্ভিস পাওয়ার জন্য (১৫ জুলাই পর্যন্ত) ৮৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তাঁদের নির্ধারিত জেলায় পৌঁছে দিতে রোববার প্রথম দিনে মোট ৫ টি বাস ক্যম্পাস থেকে ছেড়ে যাবে । বশেমুরবিপ্রবি প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পরে সে কারণে জেলা প্রশাসন ,সিভিল সার্জন অফিস গোপালগঞ্জ এর সহযোগিতায় ইতিমধ্যে তাদের কভিড- ১৯ পরীক্ষা করা হয়েছে এবং নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসের ব্যবস্থা করেছে।

আগামী ১৮ জুলাই এই বাসগুলো শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। অতিমরীর সময়ে গোপালগঞ্জে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের নিরাপদে বাড়ী পৌছে দেয়ার উদ্দেশ্যে এই বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, লকডাউন ঘোষনার পর আমরা খুর চিন্তিত ছিলাম। তাছাড়া সামনে ঈদ পরিবার রেখ এখানে থাকতে খারাপ লাগছিলো । মা ফোন করে প্রতিদিন কান্নাকাটি করে আমি কোথায় কিভাবে আছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যবস্থা করে আমার পরিবারকে চিন্তা মুক্ত করলো। খবরটা শুনে খুব ভালো লাগছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *