শাকিল আহমেদের ঈদ উল- আযাহার শুভেচ্ছা
ঈদ উল- আযাহার শুভেচ্ছা, জানিয়েছেন – শ্রমিক’ নেতা শাকিল আহমেদ, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের, আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক, শ্রমিক’ নেতা শাকিল আহমেদ, গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমজীবী ও দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার উপলক্ষে আশুলিয়া কলম সৈনিক সহ দেশবাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে । শাকিল আহামেদ বলেন সামাজিক দূরত্ব বজায় রাখুন,।নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন। সকল মুসলিমদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে দুইটি ঈদ, এক হচ্ছে পবিত্র ঈদ-উল-ফেতর, এরপর (ঈদুল আযহা) কুরবানির ঈদ। এই পবিত্র দিনে সকলের গৃহে প্রবাহিত হয় শান্তির ধারা।সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ভালোবাসাপূর্ণ সমাজ এবং জাতি গঠনের জন্য একযোগে কাজ করার আহবান,স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্কতা অবলম্বন করুন।সকলের জন্য দোয়া করি পরিবার পরিজন আত্মীয়-স্বজন যে যেখানে পবিত্র ঈদ উদযাপন করবেন।আল্লাহ সকলকে হেফাজত করুন সুস্থ রাখুন সুন্দর রাখুন।মনে রাখবেন ঈদে পরিবার-পরিজনের নিকটে যাইতে করোণা নিয়ে ফেরার চেয়ে একটা ঈদ স্বজন ছাড়া করা ভালো বলে মনে করি।ঈদ জীবনে বহুবার ফিরে পাবেন পাবেননা ফিরে স্বজন। তাই আসুন সচেতনতা অবলম্বন কিরি সামাজিক দুরত্ব বজায় রাখি।শুখি সুন্দর জীবন গড়ি।। অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ, মোবারক,