এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম শুভ জন্মদিন। জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক ধানমন্ডী-আবাহনী ক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র জ্যেষ্ঠ পুত্র, শেখ কামালের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পন করেন যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
এরপর তাঁরা শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাতের জন্য ২৩/বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় যুবলীগের কার্যালয় প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন। এসময়ে উপস্থিত ছিলেন ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সুব্রত পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, ফজলুল হক আতিক, রইচ ইসলাম সহ ঢাকা মহানগর যুবলীগ উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারন সম্পাদক মো: ইসমাইল হোসেন। দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।