প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২০, ৮:২৫ অপরাহ্ণ
শহীদ মুক্তিযোদ্ধার মেয়ে পারুলের দাবি একখানা ঘর
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া কাটাগাংকুল নতুনপাড়ার শহীদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুন্সির দ্বিতীয় স্ত্রী ফজিলাতুন্নেসা বেগম ও তার মেয়ে পারুল বেগমের মানবেতর জীবন-যাপন।
শহীদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুন্সির মেয়ে পারুল বেগমের মা ও সন্তানদের নিয়ে চলছে জীবন যুদ্ধ। পারুল বেগমের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বসবাস করার জন্য একখানা ঘর।
তিনি বর্তমানে যে টিনের ঘরে বাস করেন সে ঘরটির খুবই জরাজীর্ণ অবস্থা এবং বসবাসের জন্য একেবারেই অনুপযোগী।
পারুল বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি যে টিনের ঘরে বসবাস করেন সে ঘরটির উপরের চাল দিয়ে পানি পরে ঘরের ভেতরে এবং চারপাশের টিনের বেড়াগুলো নষ্ট হয়ে গেছে। পারুল বেগম জানান তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হয়েও তার আজ এই মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চান সরকার যেন বসবাসযোগ্য একটা ঘরের ব্যবস্থা করে দেন।একটি ঘরের ব্যবস্থা করে দিলে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ থাকবেন বলে জানান।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত