প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে খুলনা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সমাবেশ
বাগেরহাট আজ সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে হাফেজ মোঃ আঃ রহমান খুলনা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সমন্বয়ক আলহাজ্ব হাফেজ কাজী ফয়জুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোখলেছুর রহমান চেয়ারম্যান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,এম জয়নুল আবেদীন জেহাদী, জনাব শামসুল আলম ও সদস্য সচিব জনাব মোঃ তাজুল ইসলাম ফরাজি।
এছাড়াও বক্তব্য রাখেন এবিএম আব্দুল কুদ্দুস, বশির উল্লাহ আতহারী, আবু মুসা ভুঁইয়া, মোঃ আল আমিন, রফিকুল ইসলাম খোকন, মুফতি কামরুল ইসলাম আনছারী, এইচ, এম শামসুল হক আনছারী, হাফেজ মাহমুদুল হাসান, মাওলানা মিজানুর রহমান, নাজমুল হুদা, গিয়াসউদ্দিন, মোসাঃ নাসরিন, তহমিনা খাতুন, হাবিবুর রহমান, খবির উদ্দিন, আঃ সালাম, সাইদুর রহমান, রবিউল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য সরকারের নিকট দাবী জানান। দাবী বাস্তবায়ন না হলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃত্বে সকল ইবতেদায়ী শিক্ষকদের নিয়ে কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে উল্লেখ করেন। দোয়া মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি করা হয়।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত