শরণখোলার হাবিব হাওলাদারেরে বাড়ি থেকে১০কেজি হরিণের মাংস ১ মাথা উদ্ধার
রণিকা বসু(মাধুরী), বাগেরহাট জেলাপ্রতিনিধিঃ বাংলাদেশের দক্ষিনে সুন্দরবন আর এই সুন্দর বনে রয়েছে হাজার ও প্রজাতির পশু পাখি সরীসৃপ প্রাণী ও উদ্ভিদ৷ প্রাকৃতির অপরুপ এক সৃষ্টি যেন এই সুনন্দবনে গেলে দেখা মেলে৷
প্রতিবছর আমাদের এই বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে যাচ্ছে এই সুন্দর বন৷কিন্তু মানুষই আজ নিজের স্বার্থ হাচিল করার জন্য সুন্দরবনের প্রাকৃতিক সম্পদকে রক্ষা না করে লুটে নিচ্ছে৷বন রক্ষা না করে কেটে শেষ করছে গাছ,পশু পাখি শিকার করে মোটা অংকের টাকা আয় করছে৷জলদস্যুরা তো আছেই৷
সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে চলমান সময় ঘটেছে এমনি একটি ঘটনা৷ এই সোনাতলা গ্রাম থেকে সুন্দরবনের ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে বনরক্ষীরা।
গত ১৮-৬-২০২০তারিখ বৃহস্পতিবার রাতে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ি থেকে এ মাংস উদ্ধার করা হয়। সুন্দরবনের বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা স্টেশনের বনরক্ষীরা সোনাতলা গ্রামে তল্লাশি চালায়। একপর্যায়ে ওই গ্রামের হাবিব হাওলাদারের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মাংস কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও স্থানীয়দের উপস্থিতিতে বন বিভাগের ভোলা টহল ফাঁড়ি সংলগ্ন এলাকায় মাটিচাপা দেয়া হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতদের আসামি করে বন আইনে মামলা করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।