লোহালিয়া সেতুর কাজ প্রায় শেষের দিকে

 দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পটুয়াখালীর লোহালিয়া সেতুর নির্মাণ কাজ। সংশ্লিষ্টরা বলেন, সব কিছু ঠিক থাকলে নির্ধারিত চার মাস সময়ের আগেই সেতুটিতে যানবাহন চলাচলের জন্য উপযোগী হবে। এই সেতু চালু হওয়ার পর তিনটি উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। নদ-নদীতে ঘেরা পটুয়াখালী জেলার অধিকাংশ উপজেলায় যেতে একাধিক নদী পাড়ি দিতে হয়। এতদিন লোহালিয়া নদীতে কোন সেতু ও ফেরি না থাকায় বাড়তি পথ ঘুরে গলাচিপা, বাউফল এবং দশমিনা উপজেলায় যেতে হতো। লোহাদিয়া নদীর ওপর সেতু নির্মাণের কাজ শেষ হলে সরাসরি এই তিন উপজেলায় যাওয়া যাবে। নদীর নাব্যতা এবং নৌযান চলাচলে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সে কারনে সেতুর মাঝখানে ১০৭ মিটার দৈর্ঘ্যরে একটি স্টিল কাঠামো নির্মাণ করা হচ্ছে। এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই আগামী ফেব্রুয়ারি মাসে সেতুর নির্মাণ কাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেয়া হবে । সেতু চালু হলে স্থানীয় মৎস্য ও কৃষি শিল্পের জন্য নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করেন জেলার স্থানীয়রা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *