লোহাগড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

লোহাগাড়া বিশেষ প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি শাহজাহান সাজুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করে। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিকস সাংবাদিকসহ শতাধিকের বেশি সুশিল সমাজ উপস্থিত হয়ে সাংবাদিক সাজুর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও নিন্দা প্রকাশ করেন। এসময় সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় নেতা কর্মীরা বক্তত্ব রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রেখে সাংবাদিক সাথি তালুকদার বলেন,’ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অহেতুক একজন সাংবাদিকের নামে মিথ্যা মামলা তদন্ত ছাড়া কিভাবে দায়ের করেন। ৭ দিনের মধ্যে সাংবাদিক সাজুর নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি। মানববন্ধন শেষে সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লোহাগড়া থানায় স্বারকলিপি প্রদান করেন। উল্লেখ্য,’ বুধবার (১০জুন) উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডবগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু্ই পক্ষের সংঘর্ষে মোক্তার মোল্যা (৫০), হাবিল মোল্যা (৪৫) ও রফিক মোল্যা (৪০) নামের ৩ জন নিহত আহত কমপক্ষে ১৫ জন। এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়,’ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা পরিষদের সদস্য সুলতানুজ্জামান বিপ্লব ও মিরাজ মোল্যার গ্রুপের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। বুধবার দুপুরে পৃথক পৃথক দুই দফায় সংঘর্ষে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *