লাগামহীন ভাবে বেড়ে চলেছে টুঙ্গিপাড়ার করোনা


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ ২৯শে জুন মঙ্গলবার নতুন করে করোনা আক্রান্ত ২২ জন এবং মৃত্যু ১ জন। টুঙ্গিপাড়ায় করোনা ইতিহাসে আজ সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা ইউএনও অফিসের কর্মকর্তা কর্মচারী সহ মোট ২২ জন নতুন আক্রান্ত হয়েছে। অন্যদিকে মহামারী (কোভিট ১৯) করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোঃ ইমরান শরিফ (৩৮)।
মৃত ইমরান শরিফ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন এর গিমাডাঙ্গা (নতুন বাজার) গ্রামের মোঃ সোহরাব শরীফ এর ছেলে। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা দৈনিক শতবর্ষ কে এ তথ্য নিশ্চিত করেন।