প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৯:২৭ অপরাহ্ণ
লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে গোপালগঞ্জ সদর থানা পুলিশ
গোপালগঞ্জে মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় ৭ দিনের (২২--৩০ জুন) কঠোর লকডাউন ঘোষণা করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
লকডাউন ঘোষণার ১ম দিনে গোপালগঞ্জ সদরের প্রধান প্রধান সড়কে ও শহরের বিভিন্ন অলিগলিতে বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে সকল প্রকার যানবাহন প্রবেশে বিধিনিষেধ অরোপ করা হয়েছে।
মহাসড়কে রুগি বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি ভোগ্যপণ্য ও সংবাদপত্রের গাড়ি ব্যতীত অন্য কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গোপালগঞ্জ বড় বাজার সহ শহরের আশপাশে ওষুধের দোকান, ভোগ্যপণ্য ও পচনশীল কৃষিজাত পণ্যের দোকান ব্যাতীত অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ।
গোপালগঞ্জ পৌরসভাধীন এলাকায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে প্রতিটি চেকপোস্ট তদারকি এবং কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারনকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলা ও বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হতে উৎসাহিত করা হয়েছে।
এ লক্ষ্যে মঙ্গলবার (২২ জুন) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম নিজে শহরের প্রবেশদ্বার এলজিইডির মোড়, মান্দারতলা, গেটপাড়া, বিসিক শিল্পনগরীর, লঞ্চঘাট সহ পৌর এলাকার প্রতিটি চেকপোস্টে তদারকি করেন। এ সময় ওসি মোঃ মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউন কার্যকরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ বদ্ধপরিকর, সকলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করুন। নিরাপদে থাকুন।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত