গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আয়শা সিদ্দিকা নির্দেশনায়, সরকারি বিধি নির্দেশ অনুযায়ী লকডাউন কার্যক্রমে মাঠে নেমেছেন, মুকসুদপুর- কাশিয়ানী সার্কেল এসপি শাহিনুর চৌধুরী, কাশিয়ানী থানা ইন্সপেক্টর তদন্ত ফিরোজ আলম। দিন দিন কাশিয়ানীতে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নির্দেশক্রমে কঠোর লকডাউন কার্যকর করছে কাশিয়ানী থানা পুলিশ। (কোভিড-১৯) সংক্রমণে হঠাৎ ঊর্ধ্বগতি হাওয়ায় গত ২২ জুন হতে ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা শুরুতে কঠোর অবস্থানে কাশিয়ানী থানা পুলিশ প্রশাসন, প্রতিদিনের ন্যায় আজ শুক্রবার দুপুরে জনগণকে সচেতন করতে কাশিয়ানী বাজারে থানা মোড় ব্রীজ সংলগ্ন, কাঁচা বাজার, স্বর্ণপর্টি, হাই স্কুল গেট, সহ বাজারের মেইন পয়েন্ট এবং ভাটিয়াপাড়া পুলিশ চেকপোস্ট সহ প্রবেশদ্বারের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেন। এবং দূরপাল্লার যানবাহন, মাইক্রোবাস, অটোরিকশা, ইজিবাইক, ও সাধারণ মানুষ চলাচল বন্ধ করতে তৎপরতা কাশিয়ানী থানা পুলিশ। এমনকি হোটেল-রেস্টুরেন্ট, মুদি দোকান, চায়ের দোকান, সরকারি বিধি মোতাবেক বন্ধ করতে ঘোষণা দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিয়ানী থানার এসআই জুনায়েদ, ট্রাফিক সার্জেন্ট নুরুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্য।