লকডাউনে কঠোর অবস্থানে গোপালগঞ্জ

কঠোর

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বুধবার ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন বিধিনিষেধ শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।

এ বছরের দ্বিতীয় ধাপে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে গোপালগঞ্জ সদর থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে গোপালগঞ্জ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে যান চলাচল এবং জনগণের চলাচল সীমিত করতে দেখা গেছে।

এবারে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক মহাসড়কে সর্বাত্মকভাবে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে নির্ধারিত সময় পর্যন্ত মাঠে থাকবে গোপালগঞ্জ পুলিশ, বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুল ইসলাম।

তবে সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান গতবছর করোনা পরিস্থিতিতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। গতবারের ন্যায় এবারও যদি ভোগান্তিতে থাকতে হয় তবে না খেয়ে মারা যাবো। তবে যদি সরকার ভালো ভাবে আমাদের মাঝে লকডাউনের সময় ত্রাণ সামগ্রী এবং সহায়তা দেন তবে আমরা সাময়িক ভাবে হলেও পরিবার নিয়ে বাচঁতে পারি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *