র‌্যাব – ৪ এর অভিযানে জাল টাকাসহ ২জন গ্রেপ্তার

সাভার উপজেলার আশুলিয়া থানায় গাজিরচট এলাকা থেকে, বিপুল পরিমাণ জাল টাকাসহ ২জনকে গ্রেপ্তার করেছে (৪) গ্রেফতারকৃতরা হলেন মোঃ- জসিম ( ৩৫),ও মোঃ-আলাউদ্দিন হোসেন হাওলাদার (৩৪)সোমবার ৫ই জুলাই বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৪এর সহকারী পরিচালক,(অপস)সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী, আসছে কোরবানি উপলক্ষে দুষ্কৃতকারীরা বাজারে এই নোট ছাড়িয়ে দিতে নানা রকম কৌশল অবলম্বন করছে, ৪ই জুলাই রাত্রে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম গাজিরচট এর বগাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন, এসময় ২লক্ষ ৮৩হাজার টাকার জাল নোট ২টি সিল,২টি ইস্টাম্প প্যাড ১মটর সাইকেল ও ৭টি মোবাইল জব্দ করাহয়,সহকারি পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জালনোট সংক্রান্ত আরও ৬টি মামলা রয়েছে বিভিন্ন থানায়, এখন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *