র্যাব ১৩ এর ভ্রাম্যমাণ আদালতে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা


র্যাব ১৩ সি পি সি ১ দিনাজপুরের একটি অভিযানিক দল কোম্পানি কমান্ডার কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট মামুন (বিএন) এবং স্কোয়াড কমান্ডার এএসপি সামুয়েল এর নেতৃত্বে ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মমতাজ বেগমের সহায়তায়, দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকায় যৌথভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে মনি এন্টারপ্রাইজ এর মালিক মোঃ বাদশা মিয়া’কে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বিক্রয় করার শাস্তি হিসেবে ১০,০০০/- টাকা এবং শম্বু কুমার নাথকে একই আইনের একই ধারায় শাস্তি ১০,০০০/- টাকা সহ সর্বমোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।