রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সাংবাদিকতার নীতিমালা প্রেস কাউন্সিল আইন ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন 2009 শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
গত ০৬ ডিসেম্বর ২০২০, বাংলাদেশ প্রেস কাউন্সিলে সাংবাদিকতা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা, উপজেলার ৬২ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
এদের মধ্যে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ২২ জন সাংবাদিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এর নিকট হতে সনদপত্র গ্রহণ করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, সচিব ( যুগ্মসচিব) বাংলাদেশ প্রেস কাউন্সিল।।
এসএম জহিরুল ইসলাম চেয়ারম্যান রুরাল জার্নালিষ্ট ফাউন্ডেশন ও প্রশিক্ষণ সমন্বয়কারী বৃন্দ।
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক, কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের সভাপতি এবং প্রশিক্ষণ সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন জনাব মিল্টন খান
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ , সাংবাদিকরা জাতির বিবেক তাদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতে হবে।এবং বিভিন্ন আইনী আচরন ও নিয়মনীতি নিয়ে প্রশিক্ষন দেন।