রিক্সা শ্রমিক মোজাম্মেল হত্যার প্রতিবাদে সমাবেশ

 গাইবান্ধার গোবিন্দগঞ্জে রিক্সা চালক শ্রমিক মোজাম্মেলকে নৃশংসভাবে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে থানা চারমাথা মহিমাগঞ্জ রোড সংলগ্ন হক ম্যানশনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে রিক্সা শ্রমিক মোজাম্মেল হকের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সমাবেশ থেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাসান কিবরিয়া ফুলের সভাপতিত্বে ও কালামানিক দেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখার সভাপতি এম এ মতিন মোল্লা, নাগরিক কমিটির যুগ্ন আহবায়ক ও সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মোয়াজ্জেম হোসেন আকন্দ, বাসদ কেন্দ্রীয় সদস্য ও গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, জাতীয় সমাজতান্ত্রীক দল জেএসডি সাধারন সম্পাদক আলী আজগর,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহারুল ইসলাম প্রমুখ,শ্রমিক নেতা এনছের আলী ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর প্রতিনিধি ফারুক হোসেন, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক উজ্জ্বল হক প্রধান,প্রেস ইউনিয়নের আনোয়ারুল ইসলাম,জাতীয় সাংবাদিক সংস্থার জিল্লুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল দিবাগত রাতে রিক্সা চালক মোজাম্মেল হক মিশুকে (৩০) গলাকেটে হত্যা পূর্বক রিক্সা ছিনিয়ে নিয়ে মরদেহ গোবিন্দগঞ্জ সরদারহাট সড়কের বামনকুড়ি অংশে ফেলে যায়। ২৭ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহত মোজাম্মেল হক মিশু বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধানপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *