আজ মঙ্গলবার(২৬ এপ্রিল) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায়,রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কার্যক্রমের আওতায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে রোগী দেখেন ডা: নাসিফ আদনান এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) ডিএলও (বি,এস,এম,এম,ইউ) কনসালটেন্ট নাক,কান,গলা ও হেড-নেক সার্জন এক্স-সহকারী অধ্যাপক, সিটি মেডিকেল কলেজ,গাজীপুর,ঢাকা। মেডিসিন বিষয়ক রোগী দেখেন ডা: নিজাম উদ্দিন এমবিবিএস(ঢাকা), বিসিএস(স্বাস্থ্য), আবাসিক মেডিকেল অফিসার, সদর হাসপাতাল,পিরোজুর। ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিষয় ভিত্তিক বিভিন্ন শ্রেনী পেশার রোগীরা রিক-সমৃদ্ধি কার্যালয়ের ক্যাম্পে আসা শুরু করেন। নাম রেজিষ্ট্রেশন করে সিরিয়াল অনুযায়ী বিনামূল্যে বিষয় ভিত্তিক ডাক্তার দেখানো এবং পরামর্শ পত্র নেন। নাক,কান, গলা বিষয়ক সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা ১০৬জন এবং মেডিসিন বিষয়ক রোগীর সংখ্যা ৬১ জন। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন শারিকতলা ডুমরীতলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব আজমীর হোসেন মাঝি, রিক পিরোজপুর জেলার এরিয়া ম্যানেজার জনাব মিজানুর রহমান মোল্লা, রিক-সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী সৈয়দ ওয়াহিজুর রহমান,শংকরপাশার শাখা ম্যানেজার মো: মনিরুল ইসলাম,সমৃদ্ধি কর্মসুচির এসডিও মো:হাফিজুর রহমান, ইডিও মো: সাইফুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিল সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা শুভজিত মন্ডল, সুনীল মন্ডল, ও স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ । বিনা মূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পেরে রোগীরা রিক, পিকেএসএফ এর ভুয়সী প্রশংসা করেন।