সরজমিনে রাস্তা সংস্কারের কাজে হাতুরি হাতে (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০২০ সালের শুরুলগ্ন থেকে বিগত টানা ৭ মাস যাবত বিশ্ব তথা বাংলাদেশের অন্যতম ভয়াবহ মহামারী নোভেল করোনা ভাইরাস (COVID-19) প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে না উঠতেই এবং অমাবস্যার তীব্র জোয়ারের কারনে নদ-নদীর পানি অশ্যাভাবিক হারে বৃদ্ধি পাওয়া এবং টানা বৃষ্টির কারনে বরিশাল নগরীর বিভিন্ন নিম্নঅঞ্চলের অলিগলি ও এলাকাগুলোতে পানি প্রবেশ করলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয় যেটা বরিশালের নগর বাসীর কাছে অজানা নয়।আর এই কারনে বরিশাল নগরীর নগর পরিকল্পনা ও রাস্তা-ঘাটের উন্নয়ন অনেকটা থমকে গিয়েছিল।
চলমান মহামারী নোভেল করোনা ভাইরাস মধ্যেও সড়ক সংস্কারে কাজের মান নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নগর পিতা মেয়র মহোদয় এবং বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। অবশেষে জনসম্মুখে ও সরজমিনে বিসিসি মেয়র মহোদয় নিজেই নগরীর চলমান রাস্তার সংস্কার কাজের ঢালাইয়ের তদারকি করার সময় রাস্তা সংস্কারের কাজে যাতে কোন গাফিলতি না হয় সেজন্য তিনি নিজ হস্তে হাতুড়ি দিয়ে শ্রমিকের ভুমিকায় প্রকাশ্যে ইট ভাঙ্গতে দেখা যায়।
বরিশালের মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি নগর উন্নয়নের স্বার্থে যেকোন সমস্যা বা কাজ স্বয়ং নিজে সরেজমিনে যাচাই বাচাই করেন। মেয়র মহোদয় দীর্ঘসময় শহর প্রদক্ষিণ করা অবস্থায় তার ফেসবুক লাইভে এসে বলেন পাঁচ (৫) বছরের গ্যারান্টিতে বরিশাল নগরীর সকল রাস্তা সংস্কার করা হবে।বিসিসির অফিসের অযোগ্য কিছু কর্মকর্তার গাফলতির কারনে মন্ত্রালয়ের প্রস্তাবিত প্রোজেক্ট নিয়ে গুরুতর জটিলতা সৃষ্টি হয়েছে। অবশ্য অচিরেই এই সমস্যা সমাধান হবে চিন্তার কোন কারন নেই আর সবচেয়ে বড় কথা হলো আমি নিজে দুর্নীতি করি না এবং আমার ঞ্জান থাকা সও্বে কাউকে দুর্নীতি করতেও দেব না।
তিনি এও অবগত করেন যে আমি ও বিসিসির অন্তর্ভুক্ত প্রত্যেকটি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ নগর বাসীর সেবার নিয়োজিত সেহেতু নগরীর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতায় সবার সহযোগিতা একান্ত বাধ্যগত। বৃষ্টি কমলে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ভাঙ্গাচুরা রাস্তার সংস্কার কাজে হাত দেয়া হবে বলে তিনি জানান।রাস্তায় সরজমিনে হাতুড়ি হাতে ইট ভাঙ্গা দেখে বরিশাল সিটির নগর পিতা ও মেয়রের ভিডিও ফেসবুকে প্রকাশ হলে নগরবাসীর মধ্যে আস্থার প্রদিপ প্রজ্জলিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ বক্তব্য ও ভিডিও দেখে অনেকেই সড়কের কাজের মান নিশ্চিত করতে তার এ অগ্রগামী সাহসী ভূমিকার প্রশংসা করেন। তিনি গতকাল বিকালে বান্দরোড এলাকার সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন এবং তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে থাকা কালিন সময় বরিশালের নগর বাসীর কাছে অনেক বরিশাল শহরের উন্নয়নের ধারাবাহিকতায় লাইভ বক্তব্য ও মন্তব্য তুলে ধরার চেষ্টা করেন।