রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যাচ্ছেন ১৭ মার্চ ‘টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান

গোপালগঞ্জের ‘টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। মুজিববর্ষের সমাপনী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বর্ণাঢ্য ও জমকালো এ আয়োজনের প্রস্তুতি তদারকি করতে প্রতিদিনই প্রশাসনের পদস্থ কর্মকর্তারা টুঙ্গিপাড়া পরিদর্শণে আসছেন। এখানে এসে তারা দিক নির্দেশনা মূলক পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি প্রস্তুতি পর্বের সমস্ত বিষয় খতিয়ে দেখছেন। আগামী ১৭ মার্চ রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে যোগ দেবেন।

এ দিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে ‘টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। বিকেলে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এসব আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠে ৭ দিনব্যাপী অন্তর্জাতিক লোকজ মোলা অনুষ্ঠিত হবে।

এসব অনুষ্ঠানকে সামনে রেখে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে শোভাবর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। টুঙ্গিপাড়া উপজেলা সদরের ৮ কিলো মিটার সড়ক বর্ণিল সাজে সাজানো হচ্ছে। নির্মাণ করা হচ্ছে সুদৃশ্য তোরন। লোকজ মেলা উপলক্ষ্যে টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের কলেজ মাঠ সাজনো হচ্ছে আধুনিক সাজ সজ্জায়। সেখানে বসছে অন্তর্জাতিক মানের প্যান্ডেল ও স্টল।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ‘টুঙ্গিপাড়ায় হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্টপতি ও প্রধানমন্ত্রী সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে এ পর্যন্ত ৩টি প্রস্তুতি সভা করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার সহ পদস্থ কর্মকর্তরা টুঙ্গিপাড়া পরিদর্শণ করেছেন। টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ ধোয়া-মোছা, পরিস্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্য বর্ধণের কাজ চলছে। সেখানে এ অনুষ্ঠানকে ঘিরে সাজসজ্জা ও আলাকসজ্জার কাজ করা হচ্ছে। এ অনুষ্ঠানকে জমকালো করে তুলতে সব দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *