রাণীনগর বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক


করোনা মহামারী লগ্নে চলে এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আযহা। আর এই ঈদকে সামনে রেখে রাণীনগর উপজেলার সকল স্তরের মানুষকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন রাণীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল মালেক। করোনাকালীন সময়ে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঈদ পালনের জন্য অনুরোধ করেন তিনি। এই কোরবানীর মধ্যে দিয়ে দূর হোক মহামারী করোনা ভাইরাস সৃস্টিকর্তার নিকট এমনটাই প্রার্থনা করেন তিনি। এছাড়াও কোরবানীকৃত পশুর বর্জ্য ও রক্ত নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আহ্বান জানান তিনি।