রাণীনগরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের ব্যবস্থাপনায় মঙ্গলবার দিনব্যাপী পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে কর্মশালায় উন্মুক্ত আলোচনা করেন-পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের প্রধান উপ-পরিচালক (এমসিএইচ) এবং প্রোগ্রাম ম্যানেজার (মাতৃ-স্বাস্থ্য) ডা: মো: জাহাঙ্গীর আলম। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, পরিবার পরিকল্পনা কার্যালয়ের রাজশাহী বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দেওয়ান মোর্শেদ কামাল, নওগাঁ ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড: কস্তুরী আমিনা কুইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা: মো: মামুনাল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম সহ অনেকেই। কর্মশালায় সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, নারী ইউপি সদস্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের উপজেলার সকল মাঠ কর্মীরা অংশগ্রহণ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *