রাণীনগরে স্কুলের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে নানান অভিযোগ

নওগাঁর রাণীনগর উপজেলার বড়খোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী উজ্জল হোসেনের বিরুদ্ধে নানান অভিযোগ পাওয়া গেছে। ওই নৈশ্য প্রহরীর বিরুদ্ধে নানান রকম অভিযোগ তুলে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতিসহ গ্রামের আরো ৯ জন ব্যক্তি শিক্ষা কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দায়েরের প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও এখনো কোন সুরাহা হয়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা। দায়েরকৃত অভিযোগ সূত্র জানা গেছে, নৈশ্য প্রহরী উজ্জল হোসেন স্কুলে যোগদান করার পর থেকে ঠিক মত বিদ্যালয়ে থাকেনা।

এমনকি অনেক সময় তার মা এবং মেয়েকে বিদ্যালয়ে রাখে। এছাড়া প্রধান শিক্ষক বা ম্যানিজিং কমিটির কাউকে তোয়াক্কা না করে ইচ্ছে মতো চলাচল করে। বিদ্যালয়ের কাউকে না জানিয়ে একটি বকুল গাছ কেটে বাড়িতে নিয়ে গেছেন। বিদ্যালয়ে সংযোগকৃত বিদ্যুতের লাইন অবৈধভাবে টেনে নিয়ে বাড়িতে ব্যবহার করছেন। এছাড়া বিদ্যালয়ে চলমান নির্মিত ভবনের বহু রড, ইট, বালু ও লোহা লক্কর বাড়িতে রেখেছেন। তিনি ওই বিদ্যালয়ে কর্মরত হলেও বিদ্যালয়ে যাওয়ার রাস্তা প্রায় বন্ধ করে বসত ঘর নির্মান করেছেন। বিদ্যালয়ে ছাগল বেঁধে রাখা ও খরের পালা দিয়ে ইচ্ছে মতো ব্যবহার করছেন।

এসব বিষয়ে প্রতিকার চেয়ে ওই বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ফরিদ আলীসহ গ্রামের আরো ৯ জন ব্যক্তির স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ গত ১৭ আগষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট দেয়া হয়েছে। বড়খোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, নৈশ্য প্রহরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে শুনেছি। তবে কি অভিযোগ দিয়েছে তা আমার জানা নেই। এসব অভিযোগ অস্বীকার করে নৈশ্য প্রহরী উজ্জল হোসেন বলেন, হাই স্কুলের জায়গা নিয়ে আমাদের সাথে দ্বন্দ্ব চলছে। ষড়যন্ত্র মূলকভাবে আমাকে হয়রানি করার জন্য তারা অভিযোগ দিয়েছে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামচ্ছুজামান বলেন, বড়খোল প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্তের জন্য সহকারি শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। আসা করছি দ্রুত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *