রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২


নওগাঁর রাণীনগরে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল হোসেন (৩৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এছাড়া পুলিশ অভিযান চালিয়ে ৮ পিস এ্যাম্পলসহ আলেফ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
তাদের দুইজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বাবুল উপজেলার ঝিনা গ্রামের মৃত বাছেরের ছেলে ও আলেফ ভবানীপুর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, বাবুল হোসেনের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণা মামলা হয়। ওই মামলায় আদালত গত ১৭ সালে বাবুলকে সাজা প্রদান করেন। সাজার পর থেকে সে পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ঝিনা এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করে। ওসি জানান, এছাড়া বেতগাড়ী-ঘোষগ্রাম বাজার এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৮ পিস এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী আলেফ হোসেনকে গ্রেফতার করা হয়।