প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১১, ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ
রাণীনগরে শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধে আহত নারীর মৃত্যু
নওগাঁর রাণীনগরে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধে আহত নারী শান্তনা রাণী সাহা (৪৫) এর চিকিৎসাধীন অবস্থায় ছয়দিন পর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শান্তনা রাণী সাহা উপজেলার একডালা ইউপির জলকৈ রায়পুর গুচ্ছগ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র সাহার স্ত্রী।
শান্তনা রাণীর ছেলে পুস্কর কুমার সাহা বলেন, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে শীত নিবারণের জন্য পাড়ার কয়েকজন বাড়ির পাশে খড়ে আগুন দিয়ে আগুন পোহাচ্ছিল। তার মা শান্তনা রাণীও শীত নিবারণে সেখানে আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুরে গিয়ে অগ্নিদগ্ধ হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আনুমানিক ১১ টার দিকে শান্তনা রাণীর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত