নওগাঁর রাণীনগরে ১২ বছর বয়সী শিশুকে বলাৎকারের অভিযোগে আবু জিহাদ (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার সদরের মধ্যরাজাপুর গ্রামে। আটক কিশোর আবু জিহাদ মধ্যরাজাপুর গ্রামের হারুন শেখের ছেলে। মামলার বরাদ দিয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, শুক্রবার সকাল আনুমানিক ১০ টার দিকে ওই শিশু তার বাড়িতে পাশ্ববর্তী জিহাদকে নিয়ে ঘরে টিভি দেখছিলেন।
ঘরে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে কুপ্রস্তাব দেয় কিশোর জিহাদ। তার কুপ্রস্তাবে রাজি না হওয়া জিহাদ ওই শিুশুকে জোরপূর্বক বলাৎকার করে। এ সময় ওই শিশুর চিৎকারে সেখান থেকে পালিয়ে যায় জিহাদ। ওসি আরও জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সদরের মধ্যরাজাপুর গ্রাম থেকে কিশোর জিহাদকে আটক করে পুলিশ। আটক জিহাদকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।