রাণীনগরে শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত


নওগাঁর রাণীনগর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবুর রহমান, রাণীনগর মহিলা (অনার্স) কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ আক্তার পারভীন সহ আরও অনেকেই।