নওগাঁর রাণীনগর উপজেলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি উজ্জ্বলন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি উজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। এরপর সেখানে আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ অনেকেই।