রাণীনগরে র‌্যাবের অভিযানে আলামতসহ ৫ জন চাঁদাবাজ সন্ত্রাসী আটক

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে আলামতসহ ৫ জন চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মো: ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান পরিচালনা করে মঙ্গলবার বিকেলে উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, উপজেলার সদরের পশ্চিম বালুভরা গ্রামের মৃত আঃ গফুরের ছেলে লুৎফর রহমান (৪৫), জালাল উদ্দিন শেখের ছেলে মাসুম (৩৪), জালালের ছেলে নয়ন (৩০), আঃ রাজ্জাকের ছেলে রাহিম (২৮) ও মৃত মছির উদ্দিনের ছেলে মফিজ (৩৩)। র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: সানরিয়া চৌধুরী জানান, কিছু দিন আগে রাণীনগর সদরের পশু হাসপাতাল মোড়ের নিকট “ডাক্তার সেবা” নামক একটি জনকল্যান মূলক প্রতিষ্ঠান ম্যানেজারের কাছ থেকে তারা ২৫ হাজার টাকা চাঁদা গ্রহণ করে এবং আরো ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। ওই প্রতিষ্ঠান ৫ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তারা প্রতিষ্ঠানের ম্যানেজারকে বেধম মারধর করে এবং প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেয়। পরবর্তীতে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ওই “ডাক্তার সেবা” অফিস হতে টেবিল, ডেক্স, চেয়ার, টাকাপয়সা, ফ্যান, অফিসিয়াল নথিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এমন খবরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় চাঁদাবাজ সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদান করে নেওয়া মালামাল ২টি অফিস টেবিল, ২টি হুইল চেয়ার, ২টি হাতল চেয়ার, ১টি স্টান্ড ফ্যান, নগদ ৯ হাজার ৭৯০ টাকা এবং আটককালে তাদের কাছে থাকা ১টি মোটরসাইকেল, ৬টি মোবাইল, ১০টি সীমকার্ড সহ তাদের ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা রুজু করা হয়েছে। র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, আটককৃত ব্যক্তিগণ এলাকার চাঁদাবাজ সন্ত্রাসী। তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডসহ চাঁদাবাজী করে আসতেছে। তাদের নামে রাণীনগর থানায় চাঁদাবাজী, ছিনতাই, খুন, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *