নওগাঁর রাণীনগর উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য রাশেদুজ্জামান চৌধুরী তার নিজ গ্রামে ৪০ জন অসহায় কর্মহীন মানুষদের মাঝে ঈদ উপহার সেমাই-চিনি বিতরণ করেছেন। শুক্রবার সকালে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের খলিশাকুড়ী গ্রামে অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় যুবলীগ নেতা রাশেদুজ্জামান চৌধুরী বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় সকল খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই আসন্ন ঈদুল ফিতরে যেন এসকল মানুষ সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষে তাদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।