প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ
রাণীনগরে মাদকসেবীর কারাদন্ড
নওগাঁর রাণীনগরে মা-বাবার অভিযোগে মাদকসেবী ছেলে মো: ফিরোজ (৩৬) কে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন এ দন্ড আদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো: ফিরোজ উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল গ্রামের সুজন সরদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে গাঁজা সেবন করে আসছিল।
মাদক সেবন করে মাঝে মধ্যেই মাকে মারধর করাসহ পরিবারের লোকজনের ওপর অত্যাচারও করতো। তার মা-বাবার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ফিরোজের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবন ও মাসহ পরিবারের লোকজনের উপর অত্যাচার করার বিষয়ে সত্যতা পাওয়ায় ফিরোজকে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করাসহ ৫০০ টাকা জরিমানা করা হয়। রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, দন্ডপ্রাপ্ত ফিরোজকে এদিন দুপুরেই জেল হাজাতে পাঠানো হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত