রাণীনগরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক ছড়া, কবিতা, সংগীত ও রচনা প্রতিযোগীতা এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ের আয়োজনে মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়। আবাদপুকুর মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
আরো বক্তব্য রাখেন, আবাদপুকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জিএম মাসুদ রানা জুয়েল সহ অন্যরা। এছাড়া অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীসহ ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।