রাণীনগরে বিনামূল্যে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ


নওগাঁর রাণীনগর উপজেলায় কৃষি প্রণোদনা সর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে বিনামূল্যে ৩৬শ’ ৩০ জন কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ হলরুমে কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণের আয়োজন করে।
এদিন উপজেলার ৩৬শ’ ৩০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি সহ উপকারভোগীরা।