রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে নৈশপ্রহরীর মৃত্যু


নওগাঁর রাণীনগর উপজেলা সদরে এছাহক টাওয়ারের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎপৃষ্ট হয়ে কোরবান সরদার (৩৬) নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে নির্মাণাধীন ওই ভবনে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে। জানা গেছে, উপজেলার সদর বাজারের বটতলী এলাকায় প্রায় পাঁচ মাস থেকে এছাহক টাওয়ারের ভবন নির্মাণ কাজ চলছিলো। সেখানে উপজেলার গোনা দিঘীপাড়া গ্রামের কুনু সরদারের ছেলে কোরবান সরদার নৈশপ্রহরী হিসাবে কর্মরত ছিলেন। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি সেচ দেওয়ার জন্য মটরের লাইন দিতে বিদ্যুতের বোর্ডে মটরের প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান কোরবান। বিদ্যুৎস্পৃষ্টে কোরবান সরদারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ।