রাণীনগরে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন


নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে রবিবার বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীণ পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই অংশ হিসাবে এদিন রাণীনগর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এ সময় রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, (তদন্ত) সেলিম রেজা, থানার সকল এসআই, এএসআই, কনস্টেবল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।