নওগাঁর রাণীনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের আযোজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভা শেষে কেক কাটা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্তকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।\
]এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এদিন সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়।