রাণীনগরে নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন

নওগাঁর রাণীনগরে নারী নির্যাতন ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দুই দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় পরিষদ হলরুমে এ কর্মশালা উদ্বোধন করা হয়। এ কর্মশালার বাস্তবায়নকারী সংস্থা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়।

বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ৭৫ জন অংশগ্রহণ করেন। বৃহস্পতিবারও হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএইচএম ইফতেখারুল আলম খাঁন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বাবুসহ অন্যান্যরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *