পবিত্র রমজান উপলক্ষে নওগাঁর রাণীনগর থানা পুলিশের উদ্যোগে পথচারী গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যার কিছুক্ষন আগে থানার এসআই রতন সহ অন্যান্য পুলিশ সদস্যদের সাথে নিয়ে উপজেলা সদরের বাজার, স্টেশন সহ বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হয়। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বি.পি.এম. এর নির্দেশে নিজেদের অর্থে তারা এসব ইফতার বিতরণ করছেন। তাদের সামর্থ অনুযায়ী পথচারী গরীব অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম তারা আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত রাখবেন বলে জানান তিনি।