প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২২, ৮:০৭ অপরাহ্ণ
রাণীনগরে তিন পকেটমার গ্রেফতার
নওগাঁর রাণীনগরে পকেটমার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া গ্রামের নান্নু মুন্সির ছেলে মিলন (২৫), মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৫০) ও রেজাউলের ছেলে রেহেল ব্যাপারী (৩০)।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঈদ-উল আযহা উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার আবাদপুকুর পশুর হাট চলছিল। এ সময় পকেটমার চক্রের কয়েকজন সদস্য কুরবানির পশুর ক্রেতা ৩ জনের পটেক থেকে ১ লাখ ৭০ হাজার টাকা মেরে নেয়। এমতাবস্থায় স্থানীয়রা তিনজন পকেটমার মিলন, আব্দুর রাজ্জাক ও রেহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদি হয়ে পকেটমার চক্রের তিন সদস্যসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। আর অজ্ঞাতনামা আসামিদের সনাক্ত করতে এবং ভুক্তভোগীদের টাকাগুলো উদ্ধারের জন্য রিমান্ডের আবেদন করে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত