রাণীনগরে টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকা পেলেন ২ হাজার শিক্ষার্থী

নওগাঁর রাণীনগর উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ২ হাজার শিক্ষার্থীরা প্রথম ডোজ টিকা নিয়েছেন। রবিবার সকাল থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ হলরুমে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের আসতে দেখা যায়। এদিন উপজেলার ৬টি স্কুল-মাদ্রাসার ২ হাজার শিক্ষার্থী ফাইজারের প্রথম ডোজ টিকা পেয়েছেন।

রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে। রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খান জানান, উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৩৮ স্কুল-মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির প্রথম দিন রবিবারে ৬টি বিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীরা ফাইজারের প্রথম ডোজ টিকা পেয়েছেন। আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাকি শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *