বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদ উন্নয়ন বিষয়ক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তর বলে মত বিনিময় সভায় জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা
প্রেস ক্লাবের সভাপতি তন্ময় ভৌমিক, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
এছাড়াও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নূর ই-স্বজ্ঞা, ক্ষেত্র সহকারী কাঞ্চন কুমার হালদার, আইনুল হক, উপস্থিত ছিলেন।