নওগাঁর রাণীনগরে স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন শেষে শিল্পকলা একাডেমিতে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার সদরের আশে পাশের ৬ টি বিদ্যালয়ের ২০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেন। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জয়ন্ত কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ প্রমুখ। আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার ফলাফলের পর রবিবার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হবে।