রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগরে সীতা রানী (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গৃহবধূর স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সীতা কাশিমপুর ঋষিপাড়া গ্রামের উজ্জল চন্দ্র প্রামাণিকের স্ত্রী। রাণীনগর থানার এসআই ওবায়দুল করিম জানান, পারিবারিক কলহের জে¦র ধরে শনিবার সকালে গৃহবধূ সীতা রানী ঘরের তীরের সাথে শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তিনি জানান, এঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে গৃহবধূর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *