প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ১২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২১, ৮:৪৮ পূর্বাহ্ণ
রাণীনগরে গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের বগারবাড়ী বাজার এলাকায় দিনমজুর, গরীব অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বগারবাড়ী বাজারে ভান্ডারগ্রামের আলহাজ্ব আজিমদ্দিন আকন্দ এতিমখানা ও আকন্দ পরিবারের তত্বাবধানে এই সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিন দিনমজুর, গরীব অসহায় ৫০ টি পরিবারকে খাবার হিসেবে ৫কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি সেমাই ও ১কেজি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিজ হাতে তুলে দেন আলহাজ্ব আজিমদ্দিন আকন্দ এতিমখানার সভাপতি ও গোবিন্দগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আফজাল হোসেন মৃধা। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আজিমদ্দিন আকন্দ এতিমখানার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক রানা।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত