প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৯:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২২, ১০:২৪ অপরাহ্ণ
রাণীনগরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
নওগাঁর রাণীনগরে রেজাদুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়গাছা উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেজাদুল ইসলাম বড়গাছা উত্তরপাড়া গ্রামের আব্দুস জব্বারের ছেলে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার দিনগত রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাড়িতে আসেন রেজাদুল। এরপর রাত আনুমানিক ৩ টার দিকে আবারও বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফিরেনি। সকালে পরিবারের লোকজন ও স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় রেজাদুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দেয়। ওসি আরও জানান, খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি- রেজাদুল একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে সে চিকিৎসাও নিচ্ছেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সে হয়তো আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত