রাণীনগরে কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ফলাফল ও বৃত্তিপাপ্তদের সংবর্ধণা

নওগাঁর রাণীনগর উপজেলা সদরে দারুল ইহ্সান কিন্ডার গার্টেন মাদ্রাসা ও নূরাণী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে অত্র বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের সভাপতি ছোলাইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। এরপর ওই বিদ্যালয়ের ১৯জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ সময় উপস্থিত ছিলেন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, বড়গাছা ইউপি সদস্য ইনছার আলী, সিম্বা মাদ্রাসার মহতামিম আনোয়ার হোসেন, মাদার কেয়ার স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনেয়াতুর রহমান সেন্টু, ত্রিমোহনী বাজার মসজিদের পেশ ইমাম সাইফুল ইসলাম ও অত্র বিদ্যালয়ের পরিচালক ময়নুল ইসলামসহ শিক্ষক/কর্মচারী, শিক্ষার্থী/অভিভাবকরা। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *