নওগাঁর রাণীনগরে অবৈধ ভাবে গাছ পোড়ানোর অভিযোগে অর্কো নামের এক ইট ভাটার ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভ’মি) রাশেদুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার মিরাট ইউনিয়নের জামালগঞ্জে অবস্থিত অর্কো ইট ভাটায় কয়লার পাশাপাশি কাঠ পোড়ানো হচ্ছে।
সোমবার বিকেলে সরেজমিনে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩' অনুযায়ী ১টি মামলায় ৫হাজার টাকা অর্থদ- করা হয়। ভবিষ্যতে এহেন অপরাধ না করার জন্য সতর্ক করা হয়। আগামীতেও উপজেলার সকল ইটভাটাগুলোতে এই ধরনের অভিযান বা মনিটরিং অব্যাহত থাকবে।