রাণীনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


নওগাঁর রাণীনগরে মাদক, বাল্যবিবাহ, পারিবারিক অপরাধ, ইভটিজিং এবং পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে রবিবার বেলা ১২ টায় রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন কে এ এম মামুন খাঁন চিশতী। এসময় আরো উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম, ডিএসবি’র ইন্সপেক্টর নন্দিতা সরকার, রাণীনগর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব স্বপন, রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক মামুনুর রশিদ, রাণীনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্নু সাধারণ সম্পাদক সুকুমার প্রামানিক, সাবেক সাধারণ সম্পাদক আওরঙ্গজেব হোসেন রাব্বিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্য ও সাধারন জনগন উপস্থিত ছিলেন।